সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৭.৩০ মিনিটে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
এসময় মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন। মাস্টার প্যারেডে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সালাম গ্রহণ করেন।
মাস্টার প্যারেডে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের ইউনিফর্ম, বেল্ট,সুজ,অস্ত্র সহ রুচিসম্মত গেটআপ মনিটরিং করেন। এরপর পুলিশ সুপার পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস,অস্ত্রাগার,রেশন স্টোর সহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল ইউনিট প্রধান দের উদ্যেশ্যে লবণ গুজব, পিয়াজের দাম বৃদ্ধি গুজব সহ মাদক-জঙ্গী ও সন্ত্রাস দমনে আন্তরিক ভাবে কাজ করার জন্য সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন।
সর্বশেষে পুলিশ সুপার জেলা পুলিশের সকল ইউনিটের যানবাহন শাখা পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে এসময় অংশ নেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ(আইজিপি পদক ধারী),কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,ডিএসবির সহকারী পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম,জেলা অপারেশন কট্রোল এর পরিদর্শক আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কামরুল ইসলাম, টেঙ্গু টু মোমিন হোসেন সহ জেলা পুলিশের আরও ওয়ান শেখ জুয়েল হাসান সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।