খুলনা রেঞ্জ অফিসে মামলা তদন্ত তদারকি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার সকাল ১০:০০ টায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জের অধীন সার্কেলসমূহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের নিয়ে মামলা তদন্ত তদারকি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।

উক্ত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে প্রতিটি মামলা তদন্ত শুরু হতে প্রতিবেদন দাখিল পর্যন্ত তদন্ত তদারকি, ডকেটিং ও পরিদর্শন সংক্রান্তে প্রশিক্ষণ প্রদান করেন রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন। এসময় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকদের মধ্যে ছিলেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন ও অর্থ) মোঃ হাবিবুর রহমান,বিপিএম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) এ কে এম নাহিদুল ইসলাম,বিপিএম,খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার (ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশন) আবু হেনা খন্দকার অহিদুল করিম প্রমুখ।

এসময় প্রশিক্ষণার্থী হিসেবে খুলনা রেঞ্জাধীন সার্কেল সমূহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন