মুজিববর্ষে দেশের সব থানায় নতুন গাড়ি দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বলেছেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যারাকের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে, এতে পুলিশ সদস্যদের আবাসনের যে বড় সংকট আছে, তা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। গতকাল রবিবার দুপুরে সিলেট পুলিশ লাইনসে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, মুজিববর্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। বৃদ্ধ, নারী, প্রবাসীসহ অন্যরা যাতে থানায় সহজে নিজেদের প্রার্থিত সেবা পেতে পারেন।

advertisement

গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি সেবাপ্রত্যাশী কল করেছেন জানিয়ে আইজিপি বলেন, এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে আইজিপি সিলেট পুলিশ লাইনসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন করেন। পরে বেলুন উড়িয়ে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন এবং পরবর্তীতে অগ্নিশিখা প্রজ্বালন করেন আইজিপি।

অনুষ্ঠানে শপথ পাঠ করান সহকারী পুলিশ কমিশনার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়।

এর আগে দুপুর সাড়ে ১২টায় সিলেটে এসে হজরত শাহজালালের (রহ) মাজার জিয়ারত করেন পুলিশ মহাপরিদর্শক। এ সময় সিলেটের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন