গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে ফুলের ডালি  দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদন্নোতি প্রাপ্ত সিনিয়র সচিব জনাব মোঃ আবদুস সামাদ।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুলের ডালি নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে যান নৌপরিবহন মন্ত্রনালয়ের সদ্য পদায়ন প্রাপ্ত জেষ্ঠ সচিব মোঃ আবদুস সামাদ।এসময় তিনি জাতির পিতার সমাধিসৌধের সামনে দাড়িয়ে ফুলের ডালি নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তিনি জাতির পিতার সমাধিসৌধের পাসে দাড়িয়ে ফাতেহা ও দুরুদ শরীফ পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রাসংঙ্গত : জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-১ অধিশাথার স্মারক নং ০৫.০০.০০০০.১৩০.১১.০০১.১৮.৮১ তারিখ:২৭ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ মোতাবেক রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ তামিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রঞ্জাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব হেলালুদ্দীন আহমদ কে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে এবং নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব জনাব আবদুস সামাদ কে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে এবং জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব জনাব মোঃ আনিছুর রহমান কে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে।সিনিয়র সচিব পদন্নোতি পাওয়ার পরের দিন পদন্নোতি প্রাপ্ত তিন সিনিয়র সচিব  আজ টুঙ্গিপাড়া যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধেে শ্রদ্ধা নিবেদন করতে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন