বিভিন্ন সময়ে হারানো ২৮ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) তাঁর  কার্যালয়ে ডেকে ২৮ জন প্রকৃত মোবাইল মালিক কে ২৮ টি হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেন।

সাতক্ষীরা জেলা পুলিশের সূত্র জানায় সাতক্ষীরা সদর উপজেলা সহ জেলার ৮ টি থানার  মানুষ বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করেন। উক্ত ডিজির সূত্র ধরে  সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মির্জা সালাহ্উদ্দিনের নেতৃত্বাধীন টিম  হারানো মোবাইল খুজতে তথ্য প্রযুক্তি নিয়ে অভিযানে নামেন।

নিরবচ্ছিন্ন অভিযানের এক পর্যায়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন তথ্য প্রযুক্তি ও নিজস্ব ইন্টেলিজেন্সি কাজে লাগিয়ে একে একে ২৮ টি হারানো মোবাইল উদ্ধার করতে সক্ষম হন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে হারানো মোবাইলের প্রকৃত মালিক দের ফোন করে ডাকা হয় পুলিশ সুপারের কার্যালয়ে।পরে একে একে ২৮ টি উদ্ধার করা মোবাইল প্রকৃত মালিক দের হাতে তুলে দেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।এসময় হারানো মোবাইল পেয়ে তারা সাতক্ষীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন