সিটিজেন জার্নালিস্ট,সাতক্ষীরা:  যোগদানের মাত্র দশ মাসের মধ্যেই খুলনা রেঞ্জ পুলিশের চেঞ্জ মেকার হিসাবে জনগণের কাছে পরিচিতি লাভ করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।

গত বৎসর ৩ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধি শাখার এক প্রজ্ঞাপনে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।ঐ প্রঞ্জাপনে খুলনা রেঞ্জের ডিআইজি হিসাবে ড.খন্দকার মহিদ উদ্দিন কে পদায়ন করা হয়।

খুলনা রেঞ্জে যোগদান করেই তিনি বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা,ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা  ও নড়াইল জেলায় পুলিশ সুপার দের সাথে নিয়ে বিশেষ কল্যাণ সভার আয়োজন করেন এবং পুলিশ ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে রেঞ্জ ডিআইজি পর্যাক্রমে বিভিন্ন জেলায় মাদক-জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সমাবেশের আয়োজন করেন এবং ওপেন হাউজ ডে’র মাধ্যমে জনগণের বিভিন্ন সমস্যা সমূহ শোনেন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।

তাছাড়া বিভিন্ন সময়ে ডিআইজি রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে যোগদান দেন এবং পুলিশ সদস্যের সাথে খেলা-ধুলায় মেতে ওঠেন।         

শুধু তাই নয় রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন রেঞ্জের সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার দের নিয়ে কয়েক মাস পরপর দ্রুত মামলা নিষ্পত্তি সম্পর্কিত কর্মশালার আয়োজন করেন খুলনা রেঞ্জ ডিআইজির সন্মেলন কক্ষে। সেখানে মামলা শুরু থেকে তদন্তের শেষ পর্যন্ত কি কি করণীয় তা প্রজেক্টরের মাধ্যমে রেঞ্জের সকল সার্কেল বৃন্দের প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়া কয়েক মাস আগে খুলনা রেঞ্জ ডিআইজি রেঞ্জের দশটি জেলায় ই-ট্রাফিক কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন। যার ফলে কোন রকম হয়রানি ছাড়াই যানবাহন চালকরা জরিমানা দিয়ে অন দা স্পর্ট থেকে সহজেই চলে যেতে পারেন। রেঞ্জ ডিআইজি যোগদানের পর খুলনা জেলার দশটি জেলায় পুলিশের দ্বারা কোন নিরিহ মানুষের হয়রানি নেই বল্লেই চলে।

গত ১৭-১২-২০১৯ খ্রি. পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার উদ্যেগে খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত “Online GD (Lost & Found) সফটওয়্যার সংক্রান্ত TOT (Training of Trainers) প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।যার ফলে এখন অন লাইন জিডির সুফল পাচ্ছেন খুলনা রেঞ্জের দশটি জেলার নাগরিক গণ।

আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক ও খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার) এঁর তত্বাবধানে খুলনা রেজ্ঞের দশটি জেলা পুলিশে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।

উদাহরণ স্বরুপ বলা যেতে পারে রেঞ্জ ডিআইজির দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এঁর নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশে ব্যাপক পরিবর্তন চলে এসেছে।সাতক্ষীরা জেলার আটটি থানায় ডিউটি অফিসারের কক্ষে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক  সাইনবোর্ড টানানো হয়েছে সেখানে লেখা আছে থানায় জিডি করতে /মামলা করতে কোন খরচ লাগেনা। উক্ত সাইনবোর্ডে আরো লেখা আছে থানায় গিয়ে কাঙ্খিত সেবা না পেলে অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) অথবা সার্কেলগণের কাছে অভিযোগ করতে হবে।এমন কি সাইনবোর্ডে অতিরিক্ত পুলিশ সুপার সহ সকল সার্কেল দের সরকারী মোবাইল নাম্বার দেওয়া আছে।থানায় সেবা নিতে এসে কাঙ্খিত সেবা না পেলে উক্ত নাম্বারে ফোন দিয়ে কতৃপক্ষের নিকট অভিযোগ  দেওয়া যাবে।যার কারনে সাতক্ষীরার প্রত্যেকটি থানায় গেলে মানুষ এখন আর হয়রানি হয় না।সবাই কম-বেশি কাঙ্ক্ষিত সেবা পান।           

ক্রীয়ানুরাগী রেঞ্জ ডিআইজি গত  ১৪ অক্টোবর ২০১৯ তারিখ সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী “পুলিশ সুপার কাপ” মহিলা ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এসময় তিনি দর্শকদের উদ্যেশ্যে বলেন মাদক ছাড়তে লেখাধুলার বিকল্প কিছু নে।। তাই আপনার সন্তান দের কে খেলা ধুলার প্রতি উৎসাহিত করুন।

              

রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সাম্প্রতিক দাঙ্গা ফ্যাসাদ নিরাসনে শারদীয়  দূর্গাপুজার সময় খুলনা – যশোর ও মাগুরার বিভিন্ন পূজামন্ডপে মিষ্টি ও ফলের ডালি নিয়ে শুভেচ্ছা জানাতে যান খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।যার ফলে হিন্দু ও মুসলমান দের মধ্যে সম্প্রতির সেতু বন্ধন তৈরি হয়।             

                                                             

সর্বশেষ অসীম সাহসীকতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ‌্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য  ০৫ জানুয়ারী  ২০২০ খ্রি. পুলিশ সপ্তাহ ২০২০ এ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন কে  বিপিএম পদকে  ভূষিত করেন।

প্রাসংঙ্গত : গত বৎসর ৩ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধি শাখার এক প্রজ্ঞাপনে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।ঐ প্রঞ্জাপনে খুলনা রেঞ্জের ডিআইজি হিসাবে ড.খন্দকার মহিদ উদ্দিন কে পদায়ন করা হয়।

ড.খন্দকার মহিদ উদ্দিন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র।তিনি পুলিশ ক্যাডারের ১৭ তম বিসিএস এর মাধ্যমে তিনি সর্ব প্রথম সহকারি পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।সেখান থেকে আজ ও পর্যন্ত তিনি সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।      





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন