অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ২০১৯ সাল জুড়ে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে প্রথম পুরুস্কার টি টানা ছয় বার জিতে নিয়েছিলেন সাতক্ষীরা থানার এসআই মানিক সাহা।শুধু ২০১৯ সালে শ্রেষ্ঠ বলে কথা নয় নতুন বৎসর ২০২০ সালের জানুয়ারি মাসে সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তিনি জেলার চৌকশ এসআই হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন। রবিবার সকালে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার ) তাকে জেলার দ্বিতীয় ক্যাটাগরীতে শ্রেষ্ঠ এসআই হিসাবে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সাব-ইন্সপেক্টর মানিক ২০১৭ সালের আগষ্ট মাসে বাংলাদেশ পুলিশের ৩৫ তম আউট সাইট ক্যাডেটে এসআই পদে যোগদান করেন।যোগদানের পর তিনি শ্যামনগর থানার পিএসআই হিসাবে সুনাম ও দক্ষতার সহিত  পেশাগত দায়িত্ব পালন করেন।পরে তিনি সাতক্ষীরা থানায় এসআই পদে যোগদান করেন।

সাতক্ষীরা থানায় যোগদানের পর থেকে তিনি নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামেন।সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা – কুশখালী-ঘোনা-ভোমরা-লবসা-মাদবকাটি-ঝাউডাঙ্গা -বৈকারী,পাঁচানী সহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেকর্ড ব্রেক পরিমান ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সহ প্রায় ডজন খানিক মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হন।এছাড়া ওরারেন্ট ভুক্ত আসামি ও সাজা প্রাপ্ত আসামি আটক করে তিনি ২০১৯ সালে সকলের রেকর্ড ভেঙে দিয়েছেন।

সদালাপী ও হাস্যোজ্জল পুলিশ কর্মকর্তা সম্পর্কে মুনজিতপুর গ্রামের বাবলু এন্টারপ্রাইজ প্রাইজের প্রপাইটার আসাদুজ্জামান বাবলু বলেন গত সপ্তাহে তিনি  সাতক্ষীরা থানায় গিছিলেন একটি সাধারণ ডায়েরি করতে। এসময় থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এসআই মানিক সাহা। বাবলু জানান থানায় গিয়ে জিডি র কাগজ টি তিনি ডিউটি অফিসার এসআই মানিক সাহা র কাছে দেন। এসময় এসআই মানিক সাহা কাগজটি ধৈয্য করে পড়েন এবং সাতক্ষীরা থানার একটি জিডি নাম্বার ও তারিখ বসিয়ে জিডি র একটি কপি বাবলু কে দিয়ে দেন। এসময় সেবা গ্রহিতা এসআই মানিক কে খুশি হয়ে ২০০ টাকা দিতে চাইলে এসআই মানিক মুচকি হেসে দিয়ে বল্লেন…. দাদা আগের দিন শেষ,পিছনে সাইনবোর্ড টা পড়ে দেখেন। সেখানে এসপি স্যার লিখে দিয়েছেন থানায় মামলা/জিডি করতে কোন টাকা লাগেনা।সুতরাং টাকা নিয়ে চলে যান।আর বাহিরে গিয়ে  সত্যি কথাটাই বলবেন যে থানায় কোন খরচ লাগেনি।

এসআই মানিক কে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ” উক্ত শ্লোগান কে বাস্তবে রুপ দিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা থানা পুলিশ নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।এসআই মানিক বলেন, পুলিশ সম্পর্কে বেশিরভাগ মানুষের একটি নেতিবাচক ধারনা আছে। তারা আজ ও সেই নেতিবাচক ধারনা দিয়েই জীবন-যাপন করে যাচ্ছে।তাই পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তন করতেই আমাদের বিনা মুল্যে ও হয়রানি মুক্ত  পুলিশিং সেবা প্রদান সর্বত্র অব্যহত আছে ও ভবিষ্যতে অব্যহত থাকবে।

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন