মঙ্গলবার সকালে খুলনা  বিভাগীয় কমিশনার  ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা বিভাগের দশ জেলার  জেলা প্রশাসক এঁর সাথে সংযুক্ত হয়। জেলা গুলো হলো খুলনা, যশোর,সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর,মাগুরা,চুয়াডাঙ্গা, কুষ্টিয়া,নড়াইল ও ঝিনাইদহ।

করোনা ভাইরাস (Covid-19) নিয়ন্ত্রণে ও প্রতিরোধে  বিভাগীয় কমিশনার  গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

ভিডিও কনফারেন্সে সাতক্ষীরা জেলার প্রতিনিধিত্ব করেন সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।এসময় সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার নির্বাহী অফিসারগণ জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ।

বিভাগীয় কমিশনারের দিক নির্দেশনা সমূহ:   

* করোনা ভাইরাসে শিশুরা আক্রান্ত হয় না।
* কম বয়সি কোন মানুষ এখন পর্যন্ত মারা যায়নি।
* আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ২% এর নিচে।
* Hand Shake এবং কোলাকুলি পরিহার করুন।
*সবাই জনসমাগম এড়িয়ে চলুন।
*হাত সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
*গুজব ছড়াবেন না এবং গুজবে কান দিবেন না।
*নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন থাকতে উদ্বুদ্ধ করুন।একমাত্র সচেতনতাই পারে এই ঘাতক ভাইরাস থেকে রক্ষা করতে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন