জাতীয় খেলা কাবাডিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং পাশাপাশি এই খেলার হারানো গৌরব ফিরিয়ে আনার উদ্দেশ্যে যশোরে ‘ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস -২০২০’- এর বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগীতার শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার সকালে শহরের ঈদগাহ ময়দানে বাদশাহ ফয়সাল ইন্সটিটিউটের মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও পুলিশ প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন,খুলনা রেঞ্জের ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাদক মুক্ত যুবসমাজ গড়তে খেলা-ধুলার বিকল্প কিছু নেই। তিনি বলেন কাবাডি খেলা কে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে।তিনি বলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) এঁর আন্তরিক প্রচেষ্টায় কাবাডি খেলায় এখন বাংলাদেশ কাবাডি দল দেশের বাহিরের মাটিতে গৌরব অর্জন করে চলেছে। তাই কাবাডি খেলায় শুধু পুলিশের অংশ গ্রহণ যথেষ্ট নয় এই খেলার হারানো গৌরব ফিরিয়ে আনার উদ্দেশ্যে সকল পেশার মানুষদের কাবাডি খেলায় অংশ গ্রহণ করে কাবাডি খেলাকে পুনর্জীবিত করতে হবে।

যশোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান বিপিএম,যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ,জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল প্রমুখ । খেলায় খুলনা রেঞ্জের ১০ জেলার পুরুষ ও মহিলা খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। খেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। উদ্বোধনী খেলায় খুলনা জেলা ও চুয়াডাঙ্গা জেলার পুরুষ ও মহিলা খেলোয়াড়রা খেলছেন।

খেলা আজ শুরু হয়ে শেষ হবে ২২ মার্চ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন