প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিযেছেন ভোমরা ল্যান্ডপোর্টের সুমাইয়া এন্টার প্রাইজ আমদানি কারকের স্বত্তাধিকারী মোঃ আব্দুস সবুর।আমদানি কারক সুমাইয়া এন্টার প্রাইজের মালিক আব্দুস সবুর লিখিত এক সংবাদ সম্মেলনে বলেন আজ রবিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকায় প্রকাশিত “ভোমরার নিয়ন্ত্রক ফকিরপতি সবুর এখন কোটি পতি” শীর্ষক সংবাদ টি আমার দৃষ্টিগোচর হইয়াছে।আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রত্রিকায়  লেখা হয়েছে আমার অফিসটি সিসি ক্যামেরা ও সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে। আমার প্রশ্ন ভোমরায় সিটি টিভি ক্যামেরা নেই কোন অফিসে?? প্রত্যেকটি অফিসে নিরাপত্তা জনিত কারনে এখন সিসিটিভির আওতায় আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে সবুর বলেন আমার নামে কোন মাদক মামলা নেই আবার আমি কোন তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ি ও না। এগুলো মনগড়া,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ।প্রকৃত পক্ষে আমি একটি সিগারেট ও খাইনা।তিনি বলেন আমার বাড়ি আছে জমি আছে এটা সঠিক কিন্তু সব আমার ভোমরার সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক সহ আরো দুইটা ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে এই বাড়ি করা হচ্ছে।এছাড়া আমার বার্ষিক আয় হতে সচ্ছোতা ও জবাবদিহিতার নিশ্চিতে সরকারের আয়কর দিয়ে থাকি প্রত্যেক বৎসর।তিনি আরো বলেন আমার কোন অবৈধ সম্পদ নেই।কাস্টমের রাজস্ব ফাঁকির প্রশ্নে আব্দুস সবুর বলেন ভোমরা বন্দরে রাজস্ব আদায় হয় অনলাইন সিস্টেমে সুতরাং কর ফাঁকি দেওয়ার কোন প্রশ্নই আসেনা।একটি স্বার্থন্বেষী মহল আমাকে সামাজিক ও ব্যবসায়িক ভাবে হয়রানি করতে বেপরোয়া হয়ে উঠেছে। আমি ভোমরা বন্দর সৃষ্টির পর থেকে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছি।যে সমস্ত কুচক্রী মহল সাংবাদিক ভাইদের নিকট ভুল তথ্য দিয়ে যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে আমি তা প্রত্যাখ্যান তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন