প্রশাসনের কাছে খবর আছে করোনা আতংকে সাতক্ষীরা বড় বাজার সহ ঔষধের দোকানগুলিতে হ্যান্ড ওয়াস ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বেশি নেওয়া হচ্ছে। সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে করোনা আতংক কে পুজি করে। এমন খবর পেয়ে সাতক্ষীরা বড় বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে মাঠে নেমেছেন জেলার ডিসি ও এসপি।


শনিবার ২১ মার্চ সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নেতৃত্বে শহরের বড় বাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ করতে কঠোর ভাবে মনিটরিং করেছেন জেলার দুই শীর্ষ কর্মকর্তা।এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাজারের প্রত্যেকটি চালের দোকান, পিয়াজের আড়ৎ,মুদিখানার দোকানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।

এসময ব্যাবসায়ীদের উদ্যেশ্যে জেলা প্রশাসক বলেন ধার্য্যমুল্যের বেশি দাম নিলে তাদের কে জেল-হাজতে পাঠানো হবে। তাই অসাধু অব্যসায়ীরা সাবধান হয়ে যান।এসময় পুলিশ সুপার বলেন আতঙ্ক সৃষ্টি করে জিনিষের দাম বেশি নেওয়া যাবেনা। পুলিশ সুপার বলেন কোন এলাকায় বিদেশ থেকে কোন প্রবাসী আসলে সাথে সাথে থানা পুলিশ কে অবহিত করুন।

বাজার মনিটরিংয়ের সময় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গণ,সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান,সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা র্্যাবের অধিনায়ক  সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন