সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)বলেছেন,আমাদের আধুনিক অস্র ছিলোনা তাতে কি মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হইনি??আমরা বিজয়ী হয়েছিলাম। কেউ বাঙালি দাবিয়ে রাখতে পারেনি আর পারবেও না। 

আমরা পিপিই,রেইনকোর্ট,হ্যান্ড ওয়াস যা আছে তাই নিয়েই আমরা মানুষের বিপদে পাসে থাকবো….. আর এরই নাম বাংলাদেশ পুলিশ।

পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত।পুলিশ সুপার বলেন,সবাইকে অনুরোধ প্লিজ বাসায় থাকুন, আলাদা থাকুন, আপাতত অসামাজিক হয়ে যান, সরকারি নির্দেশনা মেনে চলুন। নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচান। ছোঁয়াচে রোগ করোনা ঠেকাতে সবাই বসায় থাকুন।

সোমবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে পুলিশ সদস্যদের মাঝে পিপিই বিতরণ শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপরোক্ত কথা গুলো বলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের  সভাপতিত্বে পিপিই বিতরণ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ,জেলা পুলিশের আরওআই আজম খান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উক্ত পিপিই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার প্রত্যেক থানার পুলিশ সদস্যের তালিকা মোতাবেক সংশ্লিষ্ট থানার ওসিদের কাছে করোনা প্রতিরোধে জীবাণু নাশক সলিউশন পিপিই বিতরণ করা হয়।  





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন