আমপানে ক্ষতিগ্রস্ত নেবাখালির সখিনা খাতুন কে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (দুই ব্যান্ডেল টিন ও গৃহনির্মাণে ৬ হাজার চেক) পৌছে দিলেন সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

মঙ্গলবার বেলা ১২ টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী নিজ কার্যালয়ে সখিনা খাতুনকে ডেকে জেলা প্রশাসকের পক্ষে সখিনা খাতুনের হাতে ১৮ টি টিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও দেবাশীষ চৌধুরী।চেক বিতরণ কালে নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:ইয়ারুল ইসলাম,সাংবাদিক আব্দুর রহিম,সাংবাদিক আব্দুর রহমান সহ সখিনা খাতুনের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সখিনা খাতুন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সখিনা খাতুন প্রতিবেদক কে জানান ঘূর্ণি ঝড় আমপানে আমাদের বাড়ির টিনের চাল উড়ে যায়। ফলে আমি সাতক্ষীরা  জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার  বরাবর সাহায্যের আবেদন জানালে মঙ্গলবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার নির্বাহী অফিসার আমাকে ডেকে মাননীয় প্রধানমন্ত্রীর  উপহার আমার হাতে তুলে দেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন