
মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনা মোতাবেক আজ ৯ সেপ্টেম্বর তারিখ ৫.৩০ ঘটিকায় মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জুলফিকার আলীর নেতৃত্বে ডিবির এস আই অজয় কুমার কুন্ডু ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গাংনী থানার কালিতলা কল্যাণপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি ১। মোঃ ইমরান আলী ওরফে বিদ্যুৎ (২৫) পিতা মোঃ বাবুল হোসেন গ্রামঃ ছাতিয়ান বাজারপাড়া (২) মোঃ আসাদুল( ২৭) পিতা মৃত শফিরুল ইসলাম গ্রাম ছাতিয়ান মসজিদপাড়া (৩) মোঃ হাসিবুর রহমান ওরফে হাসিব (৩০) পিতা মোহাম্মদ কাবরান আলী ওরফে মেকার গ্রাম বাউট গোরস্তানপাড়া থানা গাংনী জেলা মেহেরপুর কে ১০০ বোতল ফেনসিডিল , দুইটি মটর সাইকেল , তিনটি মোবাইল সেটসহ আটক করতে সক্ষম হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী বলেন আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।