সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি(অপারেশন এন্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলামকে ফুলল শুভেচ্ছা জানানো হয়েছে।রবিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ অফিসে আসলে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
অতপর সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে সালামী প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো: আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, ডিএসএসবির সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ইযাছিন আলী, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমাযুন কবির,সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জাম, গোয়েন্দা শাখার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
পরে অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম বিনেরপোতা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে যান এবং সেখানের স্থাপনা গুলো ঠিক-ঠাক আছে কিনা তা পরিদর্শন করেন।