খুলনা আরআরএফ এর ষাম্মাসিক পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার)।

সোমবার সকালে আরআরএফ, খুলনা’র রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আরআরএফ, খুলনা মোছাঃ তাসলিমা খাতুন।


পরিদর্শনে এসে প্রথমেই গার্ড অব অনার গ্রহণ করেন রেজ্ঞ ডিআইজি। এরপর  আরআরএফ, খুলনা’য় নবনির্মিত অস্ত্রাগার ঘুরে দেখেন। পরে আরআরএফ, খুলনা’র প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শনের জন্য যান রেঞ্জ ডিআইজি। 

এসময় প্যারেড সঞ্চালনার দায়িত্বে ছিলেন  মোঃ নাছিম খান, পিপিএম, সহকারী পুলিশ সুপার, আরআরএফ, খুলনা। পরে রেঞ্জ  ডিআইজি  আরআরএফ, খুলনা’র রিজার্ভ অফিস ও পুলিশ অফিস পরিদর্শন করেন।

এতে সার্বিক সহোযগিতা করেন জনাব মোছাঃ তাসলিমা খাতুন, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, খুলনা।

পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি  প্রধান অতিথি হিসাবে আরআরএফ, খুলনা’র সকল সদস্যদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।

বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মোছাঃ তাসলিমা খাতুন, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, খুলনা এবং বিশেষ অতিথি ছিলেন তোফায়েল
আহাম্মেদ, পুলিশ সুপার (অপারেশনস
এন্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মিহির কুমার দাস, সহকারী পুলিশ সুপার, আরআরএফ, খুলনা।আর এর মধ্য দিয়েই ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি, খুলনা রেঞ্জের আরআরএফ, খুলনা’র রিজার্ভ অফিস ও পুলিশ অফিসের বর্ষিক পরিদর্শন সমাপ্ত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন