বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব নির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনের ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব নির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, আশরাফ আলী, অতি: সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল। এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, সাবেক ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ মীর তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মো. ফরহাদ, সদস্য মো. লুৎফর রহমান সৈকত, শেখ আখেরুজ্জামান তাপস, জি.এম সাইফুল ইসলাম বাপ্পী, শেখ আসিফ কবীর হিরন, শেখ ফারুকার রশিদ, মো. মঞ্জুরুল হাসান আকাশ, সাইফুদ্দিন আহমেদ মুকুল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শিমুল শামস্, ফারহা দিবা খান সাথী, কাজী আক্তার হোসেন, তানজিম কালাম তমাল, কবিরুজ্জামান রুবেল, কাজী শাফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।