পাটকেলঘাটা থানা, সাতক্ষীরা জেলা পুলিশ অফিস ও কলারোয়া থানার দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (প্রশাসন এন্ড ফিন্যান্স) মো:হাবিবুর রহমান।
শনিবার সকালে পাটকেলঘাটা থানায় পৌছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার অতিরিক্ত ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পাটকেলঘাটা থানা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজিকে সালামী প্রদান করা হয়।পরিদর্শন কালে অতিরিক্ত ডিআইজি এডমিন এন্ড ফিন্যান্স পাটকেলঘাটা থানার অস্ত্রাগার, মালখানা ও হাজতখানা পরিদর্শন করে।এসময় তালা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির,পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে অতিরিক্তি ডিআইজি তাঁর অফিসিয়াল পাজেরু যোগে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আসেন।
এসময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) অতিরিক্ত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অতিরিক্ত ডিআইজি কে সাতক্ষীরায় জেলা পুলিশের পক্ষ থেকে সালামী প্রদান করা হয়।পরে অতিরিক্ত ডিআইজি সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার দ্বিবার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।
এসময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান,দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি ইঢাছিন আলী,ডিএসবির সহকারী পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত ডিআইজি সাতক্ষীরা পুলিশ অফিস পরিদর্শন শেষে বিকালে কলারোয়া থানার দ্বিবার্ষিক পরিদর্শনে যান।কলারোয়া থানায় পরিদর্শনে গেলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন অতিরিক্ত ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজিকে সালামী প্রদান করা হয়।এসময় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম কলারোয়া থানার হাজত খানা, অস্ত্রগার ও মামলা সংক্রান্ত বিভিন্ন সরকারী কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো:আসাদুজ্জামান,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির সহ সকল এসআই, এএসআই ও কনস্টেবল বৃন্দ উপস্থিত ছিলেন।