সুস্থ্য হয়ে পেশাগত জীবনে ফিরে এসেছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:দেলোয়ার হুসেন।আগের মতই পুরো দমে কাজ করছেন ওসি দেলোয়ার হুসেন।
গত ৯ নভেম্বর ২০২১ খ্রিষ্ট্রাব্দ তারিখে থানায় ব্যাডমিন্টন খেলা অবস্থায় হার্ড এ্যাটার্ক করেন সদর থানার ওসি দেলোয়ার হুসেন। পরে দীর্ঘ দিন ঢাকার ইউনাইটেড হসপিটালে হার্ডের রিং বসিয়ে চিকিৎসা নিয়ে কয়েকদিন আগে নিজ কর্মস্থলে যোগদান করেছেন ওসি দেলোয়ার হুসেন।
যোগদান করার পর থেকে থেমে নেই তার পেশাগত কার্যক্রম। পেশাগত কার্যক্রমের পাসাপাসি থানা চত্বরে অবকাঠামো গত উন্নয়ন করে যাচ্ছেন প্রতিনিয়ত।
সম্প্রতি থানায় আসা সাধারণ জনগণ ও থানার ফোর্সের মটর সাইকেল রাখার জন্য তিনি থানা চত্বরে একটি গ্যারেজ নির্মাণ করে দিয়েছেন। ফলে সেখানে থানায় আসা জনগণ ও ফোর্সরা সুশৃঙ্খল ভাবে গাড়ি পার্কিং করে রাখতে পারছে। থানার বাউন্ডারির প্রাচীরের চারিপাসে মন মন আবর্জনা পড়েছিলো দীর্ঘদিন যাবৎ। পরে ওসি দেলোয়ার হুসেনের নিজস্ব উদ্যোগে সেখান থেকে প্রায় ১২ ট্রাক আবর্জনা অপসারণ করে থানার বাউন্ডারির চারিপাস একেবার চকচকে ও ঝকঝকে করে ফেলেছেন।
চিকিৎসা শেষে থানায় এসে তিনি অনুধাবন করছেন থানায় বসার জন্য এসআইদের চেয়ার – টেবিল আছে কিন্তু এএসআইদের বসার জন্য কোন রকম চেয়ার-টেবিল নাই।
তারা অসহায়ের মত থানায় এসে দাড়িয়ে পেশাগত কাজ করেন। পরে গতকাল ওসি দেলোয়ার নিজস্ব উদ্যোগে থানার সকল এএসআই দের বসার জন্য ২০টির মত চোয়ার-টেবিল কিনে থানার ২য় তলার একটি কক্ষে এএসআই দের বসে কাজ করার ব্যবস্থা করে দিয়েছেন। বিষটি জানতে পেরে থানার সকল সহকারী সাব-ইন্সপেক্টর বৃন্দ ওসি দেলোয়ার হুসেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আবার থানা হাজতে আসামীরা যেনো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা না করতে পারে সেজন্য হাজত থানার দুটি রুমে ও বারান্দায় সিটি টিভি ক্যামেরা স্থাপন করেছেন ওসি দেলোয়ার হুসেন।
নিচের চেয়ারে বসেই তিনি হাজত খানার আসামীদের গতিবিধি মনিটরিং করতে পারছেন।
এবিষয় সাতক্ষীরা থানার এএসআই শেখ জামাল, এএসআই সাজ্জাদ ও এএসআই মোস্তফা আপডেট সাতক্ষীরা কে জানান, আমাদের থানায় এসে বসার কোন চেয়ার – টেবিল নেই। আমরা এসআই দের চেয়ারে বসে মাঝে মধ্যে কাজ করি। তারা জানান, আমাদের মানবিক ওসি স্যার আমাদের কষ্ট অনুভাব করে থানার ২য় তলায় এএসআই দের বসার জন্য চেয়ার-টেবিল দিয়ে একটি রুম বরাদ্ধ করেছেন। আমরা খুব দ্রুত সেই রুমে বসে সরকারী কাজ করতে পারবো। তারা এসময় তাদের থানার অবিভাবক ওসি দেলোয়ার হুসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।