পবিত্র মাহে রমজানে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহ্ এবং বাংলাদেশে সুখশান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও দুআ অনুষ্ঠান ।

শনিবার সাতক্ষীরা পুলিশ লাইন্স ময়দানে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে শরীক হন জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, র‌্যাব, পুলিশ, বিজিবি কর্মকর্তা, রাজনীতিক ও সাংবাদিকসহ সকল পেশার প্রতিনিধিগণ।

ইফতারপূর্ব আলোচনায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার সকলকে স্বাগত জানিয়ে বলেন, ১৯৭১ সালে পুলিশ বাহিনী সর্বপ্রথম জীবন দিয়ে পাক হানাদার বাহিনীকে রুখে দিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সেদিন পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বাঙালির বহু কাক্সিক্ষত স্বাধীনতা অর্জনে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তিনি বলেন, পুলিশ বাহিনীর দীর্ঘ পরিক্রমায় গত ২০১৩-২০১৫ সালে দেশজুড়ে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ বাহিনী জনগণের জানমাল রক্ষা করে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল।

এছাড়াও পুলিশের বেশ কয়েকজন সদস্য সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান। পুলিশ সুপার বলেন, পুলিশসহ রাষ্ট্রের কোন বাহিনী কোন নেতিবাচক কর্মকান্ডকে সমর্থন করে না বরং তা প্রতিরোধ করার চেষ্টা করে। দেশে মানুষের শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ দিনরাত সবসময় কাজ করে। পুলিশ সুপার আরও বলেন, সাতক্ষীরা জেলায় যোগদানের পর থেকে আমি যথার্থ জনসংযোগ রক্ষা করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আইন-শৃংখলা রক্ষার চেষ্টা করেছি। কোন ঘটনায় উস্কানি না দিয়ে বরং তা আইনগতভাবে নিষ্পত্তির মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব। সাতক্ষীরা জেলা সম্পর্কে ইতোপূর্বে দেশব্যাপী কিছু নেতিবাচক ধারণা ছিল। আমরা সম্মিলিতভাবে সেই ধারণা পরিবর্তন করে শান্তিময় সাতক্ষীরা গঠনের চেষ্টা করেছি। সাতক্ষীরার মানুষ এখন রাতে শান্তিতে ঘুমায়। আমি বিশ^াস করি, তারা শান্তিময় পরিবেশের মধ্যে রয়েছেন।

এসপি  আরও বলেন, আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়ার ডাকে প্রধান অতিথি শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য এই কাজের সঙ্গে থেকে দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখছে।


ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, খুলনা রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ  হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান,সদর সার্কেল অতরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন)  কনক কুমার,  দেবহাটা সার্কেল সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ,ট্রাফিক পুলিশের টিআই শ্যামল কুমার চৌধুরী, সদর ওসি মোহাম্মাদ গোলাম কবির, ডিবির ওসি বাবুল আক্তার,জেলা কমিউনিটি পুলিশিং ফর্মের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ড.আবুল কালাম বাবলা

সাতক্ষীরা চেম্বার অফ কমার্স ইন্ডাট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সাত উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান,

সাতক্ষীরা প্রেসক্লাবের পাঁচজন সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, অধ্যক্ষ আবু আহমেদ, এড. আবুল কালাম আজাদ, রামকৃষ্ণ চক্রবর্তী, মমতাজ আহমেদ বাপী, আহবায়ক ও বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী,  পত্রদূতের সম্পাদক লায়লা পারভীন সেজুতি,মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল,ইনকিলাবের আখতারুজ্জামান বাচ্চু,যুগের বার্তার সম্পাক আবু সাইদ,দেশ রুপান্তরের শরীফুল্লাহ কায়সার সুমন,একাত্তর টিভির বরুণ ব্যার্নাজী, সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান,  দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসান সিআইপি, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোজাফফর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি,নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুই, সাংবাদিক আকরামুল ইসলাম,

আপডেট সাাতক্ষীরার জিমি,  সহ বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ইফতার শেষে দেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন