মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ:মহিদ উদ্দিন বিপিএম-বার !!
গত পহেলা জুন ২০২২ খ্রি: তারিখে মেহেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক, হিসাব শাখা ষান্মাসিক এবং মেহেরপুর সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন ডিআইজি খুলনা রেঞ্জ ড. খ: মহিদ উদ্দিন বিপিএম(বার)।
এ সময় মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো: রাফিউল আলম তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ডিআইজি এ সময় প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ অপু সারোয়ার এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
পরিদর্শনকালে তিনি মেহেরপুর জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। এ সময় তিনি জেলার সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত প্যারেড অনুশীলনের জন্য নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি মেহেরপুর জেলা পুলিশ লাইন্স এ একটি অ্যাভোকাডো গাছ রোপণ করেন । পরবর্তীতে তিনি রিজার্ভ অফিস ও পুলিশ অফিস বার্ষিক এবং হিসাব শাখা ষান্মাসিক পরিদর্শন করেন।
পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তিনি এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন। এরপর তিনি মেহেরপুর সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্নশন করেন।
এসময় মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জামিরুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।