
আজ ১৮ই জুন/২০২২ খ্রিঃ খুলনা জেলা পুলিশের আয়োজনে খুলনা পুলিশ লাইন্স(শিরোমনি) মাঠে অনুষ্ঠিত হয় “আইজিপি কাপ” পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান।
বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্ভোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম।প্রথম দিনে “আইজিপি কাপ” পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২২ এর উদ্বোধনী খেলায় খুলনা পুলিশ লাইন্স(শিরোমনি) মাঠে বিকাল ০৪:০০ ঘটিকায় যশোর জেলা কাবাডি দল বনাম বাগেরহাট জেলা কাবাডি দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় যশোর জেলা কাবাডি দল ৫৪-৩৬ পয়েন্ট ব্যবধানে বাগেরহাট জেলা কাবাডি দলকে পরাজিত করে।