গতকাল ৩০ আগষ্ট ২০২২ খ্রিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।
পুলিশ কমিশনার সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী কে স্বাগত জানান।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মাননীয় মন্ত্রী কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সেই সাথে গাজীপুর মহানগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কমিশনার বিভিন্ন পরিকল্পনার বিষয়েও মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করেন।
মন্ত্রী জিএমপি’র বিভিন্ন চাহিদা ও দাবি দাওয়াগুলো অবহিত হন এবং যৌক্তিক দাবিগুলো পুরণের আশ্বাস জ্ঞাপন করেন। এ সময় মাননীয় মন্ত্রী মহোদয় পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক গৃহীত রোড ডিসিপ্লিন আনায়ন কার্যক্রম ও মাদক বিরোধী অভিযানের ভূয়সী প্রশংসা করেন।
পুলিশ কমিশনার চলমান অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গণ, উপপুলিশ কমিশনার অপরাধ দক্ষীণ মোহাম্মদ ইলতুৎ মিশ সহ জিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।