বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ‘হেলাফেলা করা যাবে না’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রবিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এ নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নতুন সময়সূচি চালু হওয়ার পর অনেকেই সময়মতো অফিসে আসেন না বা আসতে পারে না। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল বন্ধের দিনও এ বিষয়ে ইনস্ট্রাকশন দিয়েছি। সময়সূচি নিয়ে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। সকাল ৮টার মধ্যেই অফিসে উপস্থিত হতে হবে, আর বিকাল ৩টার আগে কোনোভাবেই বের হতে পারবে না।’
নতুন এই সময়সূচি কতদিন চলবে, জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত চালু থাকবে।’