কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  ২৯ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপনের অংশ হিসেবে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”- এই প্রতিপাদ্যে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশং কমিটির যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে পুলিশ সুপার একাদশ বনাম জেলা প্রশাসক একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন। পুলিশ সুপার একাদশ বনাম জেলা প্রশাসক একাদশের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচটি ড্র’র মাধ্যমে সমাপ্ত হয়। মাঠে উপস্থিত দর্শকবৃন্দ ফুটবল খেলাটি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা,তানজিলুর রহমান,অতি: পুলিশ সুপার (ক্রাইম ও অবস্)  আতিকুল ইসলাম,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,এনডিসি মুহিদ আহমেদ, কালীগঞ্জ সার্কেল মো:আমিনুল ইসলাম,দেবহাটা ও আশাশুনি সার্কেল এএসপি এসএম জামিল আহমেদ,তালা সার্কেলের এএসপি সাজ্জাদ হোসেন,বিশেষ শাখার ডিআইওয়ান জাহিদ বিন হাসান, সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,আশাশুনি থানার ওসি মোমিনুল ইসলাম,

ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা, পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়,কালিগঞ্জের ওসি হালিমুর রহমান,অপরাধ শাখার  পরিদর্শক স,ম কাইয়ুম, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, ডিবির ওসি বাবলুর রহমান, শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা,প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপি সহ ক্রীাড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন