বাধ্য হয়েই বুলেট ছুড়েছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 275 দর্শন

 

রাজধানীর নয়াপল্টনে পুলিশ বাধ্য হয়েই বুলেট ছুড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপিকে কোনোভাবেই রাস্তায় সমাবেশ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়রি দেন তিনি।

সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে গতকাল রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী মন্ত্রী বলেন, ‘তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে, বোমা মেরেছে। পুলিশের পদক্ষেপ নেয়া ছাড়া কোনো উপায় ছিল না। পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে। কাঁদানে গ্যাস মেরেছে। সংঘর্ষে ৪৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন পুলিশ হাসপাতালে আর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।  অধিকাংশ পুলিশ সদস্য আহত হয়েছেন বোমায়। সুতরাং এ বোমা কে মেরেছে?’

বিএনপি কার্যালয় থেকে বিপুল পরিমাণ চালের বস্তা ও পানির বোতল উদ্ধারের বিষয়টি তুলে তিনি বলেন, ‘এত বিশাল চাল, ডাল পানির বোতল আনার কারণ কী? এর পেছনের কারণ বিএনপি সমাবেশের নামে রাস্তায় বসে পড়বে, এখন তাই শুনছি। ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় সমাবেশ ডেকে সারা দেশ থেকে নেতাকর্মীদের জড়ো করে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছিল বলে পুলিশের অভিযোগ। অন্যদিকে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছিলেন, তাদের নেতাকর্মীরা সমাবেশ করেই ঘরে ফিরে যাবেন।’

রাস্তায় কোনো অবস্থাতেই সমাবেশ করতে দেয়া হবে না জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপির জন্য ছাত্রলীগের সম্মেলন এগিয়ে আনতে বলেছিলেন প্রধানমন্ত্রী। অথচ তারা ভালো জায়গা ছেড়ে রাস্তায় করতে চায়। রাস্তায় সমাবেশ হবে না। রাস্তায় সমাবেশ করতে কোনোভাবেই দেয়া হবে না।’

এর আগে ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে উত্তাপ ছড়ানোর মধ্যে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক বিএনপি সমর্থক নিহত এবং অনেকে আহত হন। এরপর পুলিশ বিএনপি কার্যালয়ে ঢুকে দলটির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন