প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার আত্মপ্রকাশ

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 224 দর্শন

 

আগামী ৮ জানুয়ারি বাজারে আসছে নতুন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’। ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে পত্রিকাটি।

মুস্তাফিজ শফি সম্পাদিত প্রতিদিনের বাংলাদেশ প্রকাশিত হবে রংধনু গ্রুপের মাধ্যমে। পত্রিকাটির প্রকাশক রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু।

সংবাদপত্রটির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এম এ মান্নান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও খন্দকার মোশাররফ হোসেন; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য মসিউর রহমান রাঙা,পুলিশের সাবেক আইজিপি ড.বেনজীর আহমেদ বিপিএম-বার,

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশিদ,সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেলসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকাটির সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘এখন পুরো বিশ্ব একটি সংকটময় মুহূর্ত পার করছে। এই সময়ে আমরা নতুন একটি পত্রিকা বের করতে যাচ্ছি। পুরো সংবাদপত্র একটি রূপান্তরের সময় পার করছে। কেউ বলছে সংবাদপত্রের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, কেউ বলছে সংবাদের প্রতিই মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা এই সংকটময় সময়ে এই পত্রিকাটি করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের পত্রিকাটি মুক্তিযুদ্ধ ও এর চেতনার কথা বলবে, দুর্নীতি প্রতিরোধের কথা বলবে, তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে, আগামী দিনের বাংলাদেশ যাতে বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই বাংলাদেশের কথা বলবে।’

এরই মধ্যে প্রতিদিনের বাংলাদেশের অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সন চালু আছে। জাতীয়, রাজনীতি, দেশজুড়ে, বিশ্বজুড়ে, বাণিজ্য, খেলা, বিনোদন, মতামত, ভিডিওসহ নানা আয়োজন। সংবাদ দ্রুত সময়ে পাঠকের কাছে পৌঁছাতে কাজ করছেন একঝাঁক নিবেদিত কর্মী।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন