শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক আনিসুর রহিমের চিরবিদায়

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 220 দর্শন

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো: আনিসুর রহিম।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় আনিসুর রহিমের মরদেহ আনা হয় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। পরে মরদেহ নেওয়া হয় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে। সেখানে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রিয় শিক্ষককে শেষ বারের মতো ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সাংবাদিক আনিসুর রহিমের মরদেহ আনা হয় সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বরে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শোকার্ত মানুষের ঢল নামে সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বরে। শ্রদ্ধার ফুলে ভরে যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাগরিক নেতা মানবাধিকার সংগঠক আনিসুর রহিমের কফিন।

সাংবাদিক আনিসুর রহিমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, জেলা বাসদ, বাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জেলা গণফোরাম, জেলা সাংবাদিক ঐক্য, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা নাগরিক কমিটি, কেন্দ্রীয় ভূমি কমিটি, আসমানী শিশু নিকেতন, সাতক্ষীরা-০১ আসনের এমপির পক্ষে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), দৈনিক পত্রদূত পরিবার, দৈনিক কালের চিত্র পরিবার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা শাখা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, দৈনিক দক্ষিণের মশাল পরিবার, উদীচী, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সুলতানপুর আজাদি ক্লাব সংঘ, বীরমুক্তিযোদ্ধা  সাংবাদিক কালিদাশ রায়, স্বদেশ, বারসিক, দ্যা এডিটসর, উত্তরণ, এমএসএফ, প্রথম আলো বন্ধুসভা, তালা প্রেসক্লাব, মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। এসময় শোকার্ত মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কের চত্ত্বর।

জানাজা নামাজের আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক মৎস প্রতিমন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাতবারের নির্বাচিত সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যার্নাজী,  সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম। জানাজা নামাজ শেষে সাংবাদিক ও শিক্ষাবিদ আনিসুর রহিমকে সাতক্ষীরা কামালনগর কবরস্থানে কবরস্থ করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক মো: আনিসুর রহিম মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি সুন্দরবন ভ্রমনে যাওয়ার পথে শ্যামনগরে আকস্মিক অসুস্থ হন। বেলা ১ টার দিকে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট এ্যাটাক) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সাতক্ষীরার এই গুনী ব্যক্তি সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্র’র সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সুলতানপুর আজাদী সংঘ ক্লাবের সদস্য, স্বদেশ সাতক্ষীরা’র সুহৃদ, প্রগতিশীল নাগরিক ব্যক্তিত্ব, মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনের জেলা শাখার ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক’র সদস্য, জলবায়ু অধিপরার্মশ ফোরাম জেলা কমিটির সদস্য ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন