জেলা তথ্য অফিসের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 155 দর্শন

 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বিকালে বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরার হলরুমে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি: জেলা ম্যাজিস্ট্রেট, শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক সুব্রত ঘোষ, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীবৃন্দ ও শিক্ষক-অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় ৪টি গ্র“পে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। এবং সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন