সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে মাছ ব্যবসায়ীর ৬ মাসের জেল

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 224 দর্শন

 

সাতক্ষীরা জেলা এনএসআই এর গোয়েন্দা তথ্য ও সার্বিক সহযোগীতায় শহরের খাদ্যগুদাম মোড়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীর জেল-জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মফিজুর রহমান শিমুল নামের ওই মাছ ব্যবসায়ীকে জেল-জরিমানা করেন। এর আগে খাদ্যগুদাম মোড়ে মাছ প্রক্রিয়াজাত কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।পাওয়া ব্যবসায়ীর নাম মফিজুর রহমান শিমুল (৩২)। তিনি মনজিতপুর এলাকার জাহাবক্স আলীর ছেলে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খাদ্য গুদাম মোড় এলাকায় শিমুলের একটি মাছ প্রক্রিয়াজাত কারখানা রয়েছে। তিনি চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়িয়ে বাজারজাত করেন-এমন অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করাকালীন হাতেনাতে আটক হন শিমুল। জব্দ করা হয় ৫০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান মোখলেছুর রহমান।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন