সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 330 দর্শন

 

জেলা পুলিশ সাতক্ষীরার জানুয়ারি /২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি,গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল,আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্র‍য়োগ ইত্যাদি বিষয় আলোচনা করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এসময় তিনি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার  বিট পুলিশিং কার্যক্রম এবং নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী মিটিং করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃসজীব খান,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল  মীর আসাদুজ্জামান,,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন,)জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী,  সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার, আশাশুনি থানার ওসি মোমিনুল হক, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, ডিবির ওসি বাবলুর রহমান, বিশেষ শাখার পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী, সহ  সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন