সাতক্ষীরা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ান শুটারগান সহ আটক -০১

দ্বারা zime
০ মন্তব্য 303 দর্শন

 

সাতক্ষীরার বৈকারী ক্লাব মোড় এলাকা থেকে একটি ওয়ানশ্যুটারগানসহ মহিউদ্দীন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে অস্ত্র কেনাবেচার সময় তাকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়েছে বলে জানায় পুলিশ।

মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা  থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনায় জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলছে। তার ই ধারা বাহিকতায়  উপ-পরিদর্শক মো. শাহজালালের নেতৃত্বে এএসআই জিয়া ও এএসআই মোস্তফা  গোপন সংবাদের ভিত্তিতে  বৈকারী ক্লাব মোড় এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায়।

ওসি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ আটক হন মহিউদ্দীন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন অস্ত্র ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে। তিনি ভারত থেকে অস্ত্র এনে দেশের দুস্কৃতিকারীদের কাছে বিক্রি করতেন বলে জানান ওসি জিহাদ খান।তিনি আরো জানান,আটককৃত আসামীর নামে পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক তাকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন