সেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিকে আকর্ষ্মিক পরিদর্শন ডিডিএফপি দীপক কুমার সাহার

দ্বারা zime
০ মন্তব্য 360 দর্শন

 

সেবার মান বাড়াতে আকষ্মিক জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে হানা দিচ্ছেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক দীপক কুমার সাহা।

খোজ নিয়ে জানা যায়,বুধবার সকালে  আলীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক দিপক কুমার সাহা। পরিদর্শন কালে তিনি স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের সাথে সেবার মান নিয়ে কথা বলেন।এসময় তিনি ক্লিনিকের রেজিস্টার খাতা ও মিনি স্টোর পরিদর্শন করেন।

পরিদর্শন কালে জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক বসির আহমেদ সহ আলিপুর ইউনিয়নের উপসহকারী কমিউনিটব মেডিকেল অফিসার,আলিপুরের এফপিআই, এফডব্লুউ ভি ও এফডব্লুউ এ উপস্থিত ছিলেন। একই দিন বেলা ১১ টার দিকে জেলা পরিবার পরিকল্পনার ডিডি যান সদর উপজেলার ঘোনা ইউনিয়নের গাজীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে।

পরিদর্শন কালে তিনি সেখানে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন। পরে তিনি সেখানকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন পূর্বক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। একই দিন দুপুর ২ টার দিকে জেলা পরিবার উপপরিচালক আকষ্মিক পরিদর্শন করেন ঘোনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।।

পরিদর্শন কালে উপপরিচালক সেখানে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন সমস্যার কথা ধৈয্য ধরে শোনেন এবং সেগুলো তৎক্ষণাৎ সমাধান করে দেন। এসময় উপপরিচালক ক্লিনিকের রেজিস্টার পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরিদর্শন কালে জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক বসির আহমেদ সহ আলিপুর ইউনিয়নের উপসহকারী কমিউনিটব মেডিকেল অফিসার,ঘোনার  এফপিআই, এফডব্লুউ ভি ও এফডব্লুউ এ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন