ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে,রেলপথ ও নৌ-পথের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

দ্বারা zime
০ মন্তব্য 289 দর্শন

 

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে, রেলপথ ও নৌ-পথের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে খুলনা রেঞ্জের ডিআইজি  মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এঁর সভাপতিত্বে Zoom Cloud Meeting এর মাধ্যমে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৩ উপলক্ষে সার্বিক আইন-শৃংখলা, সড়ক, রেলপথ ও নৌ-পথের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল সভায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান পিপিএম।  ভার্চুয়ালি মিটিংয়ে সার্বিক আইন-শৃংখলা, সড়ক, রেলপথ ও নৌ-পথের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে রেঞ্জ  ডিআইজি  গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন  মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃসাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল),এম জে সোহেল,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সাতক্ষীরা ট্রাফিক বিভাগের টিআই(প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা থানার ওসি মো: মহিদুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ প্রমুখ।

সভা শেষে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম জেলার সকল সার্কেল, ট্রাফিক বিভাগ, সদর ওসি ও ডিবির ওসি কে রেঞ্জ ডিআইজির দিক নির্দেশনা বাস্তবায়নে আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন