বিশিষ্ট সংগীত শিল্পী ,সুরকার ও গীতিকার আবু আফরান রোজ বাবু সড়ক দূর্ঘটনায় আহত

দ্বারা zime
০ মন্তব্য 450 দর্শন

 

বিশিষ্ট সংগীত শিল্পী ,সুরকার, গীতিকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা এর সভাপতি, লিনেট ফাইন আর্টসের পরিচালক আবু আফরান রোজ বাবু সড়ক দূর্ঘটনায় গুরুত্ব আহত হয়েছেন।রবিবার সকালে  বাংলাদেশ বেতার খুলনা তে, যাওয়ার পথে ,কুমিরা বাজারে একটি ট্রাক এসে প্রাইভেট কারে ধাক্কা দেয়।এসময় রোজ বাবুর বহনকারী প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে ৬৪৪ নম্বর কেবিনে ভর্তি আছেন।রোজবাবুর পরিবার ও তার শুভাকাঙ্ক্ষিণী রা রোজবাবুর দ্রুত সুস্থ্যতা জন্য দেশবাসী র নিকট দোয়া চেয়েছেন। এছাড়া ঘাতক ট্রাক ও তার ড্রাইভার কে আটক করে আইনের আওতায় আনার জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

-প্রেস বিজ্ঞপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন