বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্রোগান কে সামনে রেখে সাতক্ষীরা থানা পুলিশের আয়োজনে রবিবার বিকালে সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আগড়দাড়ি বিট অফিসার এসআই মিঠুন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার নবাগত অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের ব্যক্তব্যে মাদক নির্মূল, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালন প্রতিরোধ, তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষন, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, চাঁদাবাজ, জঙ্গীবাদ এর কু-ফল সংক্রান্তে সচেতনতামুলক আলোচনা ও সামাজিকভাবে অপরাধ নিবারণ এর বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও ইউনিয়নের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ জাহাঙ্গীর হোসেন এবং দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ইমাম, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এ অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করেছে।