র‌্যাবের অভিযানে খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সিদ্দিক আলী আটক

দ্বারা zime
০ মন্তব্য 192 দর্শন

 

খুলনা র‌্যা‌বের অ‌ভিযা‌নে হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সিদ্দিক আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তি‌তে জানান, এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। সাজাপ্রাপ্ত আসামী মোঃ সিদ্দিক আলী সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত ঢাকা, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

২০১০ সালে আসামি মোঃ সিদ্দিক আলী (৩০) বিপুল পরিমান ফেন্সিডিলসহ খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ কতৃক গ্রেফতার হয় এবং আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিনে এসে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে এবং ২০১২ সালে ১১০৫ বোতল ফেন্সিডিল সহ দারুসসালাম থানা পুলিশ কর্তৃক আবারও গ্রেফতার হয় এবং আসামির বিরুদ্ধে দারুসসালাম থানায় একটি মাদক মামলা রুজু হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিনে এসে আসামী চোর চক্রের সাথে জড়িত হয়ে মাদক ব্যাবসা বহাল রাখে।

২০১৩ সালে নারায়নগঞ্জ হতে একটি চোড়াই প্রাইভেটকার সহ উক্ত আসামিকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। দারুস্সালাম থানার ১১০৫ বোতল ফেন্সিডিল মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ সিদ্দিক আলী (৩০) কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় ১০ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ জুলাই) র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গোয়ালডাঙ্গায় ০১ টি মাছের ঘেরের ভিতর প্রায় ১ ঘণ্টার সাড়াশি অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি ১। মোঃ সিদ্দিক আলী (৩০), থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন