নাশকতা রোধে সাতক্ষীরা জেলা পুলিশের দৃষ্টিনন্দন মোহড়া

দ্বারা zime
০ মন্তব্য 337 দর্শন

 

খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম-বার, পিপিএম  ও পুলিশ সুপার সাতক্ষীরা কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর  নির্দেশে নাশকতা রোধে সাতক্ষীরা জেলা পুলিশের দৃষ্টিনন্দন মোহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সজীব খানের নেতৃত্বে  জেলা পুলিশের দৃষ্টিনন্দন মোহড়া অনুষ্ঠিত হয়।খোজ নিয়ে জানা যায়,শনিবার বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা পুলিশ লাইন্স থেকে জেলার আলফা টু সজীব খানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স)মো: আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমরার চৌধুরী, সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম,জেলা ডিবির ওসি আরেক ফয়সাল ইবনে আজিজ, সদর থানার ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলাম নিজ নিজ গাড়ি নিয়ে প্রোটোকল মেনে সারিবদ্ধ ভাবে রওনা দেয়।গাড়ি বহরটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁকালে মেডিকেল কলেজ রোড হয়ে মুভ করে গাড়ি বহরটি লাবসা পলিটেকনিক মোড়ে চলে আসে। সেখান থেকে গাড়ি বহরটি বিনেরপোতা হয়ে পুনরায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে ফিরে আসে।

উক্ত মহড়ায় এপিসি পুলিশের বুলেটপ্রুফ (জল-কামানের গাড়ি) সহ পুলিশের বিভিন্ন আধুনিক যানবাহন ব্যবহার করা হয়।

গাড়ি বহরের আগে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার পোশাক পরিহিত এসআই ও এএসআইদের সমন্বয়ে ২৫ টি মটর সাইকেল ও সাতক্ষীরা থানার এসআই ও এএসআই দের সমন্বয়ে ৩০টি মটর সাইকেল জেলা পুলিশের ঐ দৃষ্টিনন্দন গাড়ি বহরে অংশ নেয়।তবে অনেকে মনে করেছে দৃষ্টিনন্দন গাড়িটি বহরটি ছিল নাশকতা রোধে পুলিশের দৃষ্টিনন্দন টহল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন