সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

দ্বারা zime
০ মন্তব্য 172 দর্শন

 

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। পরে জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান,

অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম,সদর সার্কেল এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু,নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা,ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী,

সদর থানার ওসি মহিদুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী,ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজি, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা শ্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে  জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিকরণী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।

দুপুরে সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ সদর উপজেলা এবং জেলার বিভিন্ন এলাকায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণভোজের আয়োজন করা হয়। গণভোজের আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থঃদের মাঝে খাদ্য বিতরণ করেছে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন। মঙ্গলবার সকালে ব্যাটালিয়ান সদর দপ্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন, ৩৩ বিজিবির সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সুবেদার মেজর মোঃ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে গরীব ও অসহায় ২০০ মানুষের মাঝে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করেন। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন