সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 199 দর্শন

 

সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস ২০২৩ পালিত হয়েছে। “কমিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুস সেলিম,  ডাঃ জয়েন্ত সরকার, ডাঃ তমিম মুক্তাদির, নার্সিং সুপার ভাইজার শেফালী সরকার,সেনেটারি ইন্সপেক্টর মোঃ আবুল কাশেম, এমটি ইপিআই মেহেদী হাসান তপু , মোঃ সাইফুল ইসলাম, বেসরকারি এনজিও সংস্থা আহসানিয়া মিশনের ইনচার্জ এস এম রায়হান নেসার। বক্তারা বলেন, এইডস একটি মারাত্মক ব্যাধি।কোন ব্যক্তি আক্রান্ত হলে সহজে বাঁচানো সম্ভব নয়। আক্রান্ত ব্যক্তিকে সঠিক সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিচালনা করতে পারলে সুস্থ হওয়া সম্ভব। বাংলাদেশে ১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করে আসছে।

দিবসের মূল বিষয় মানুষকে সচেতনতা করা। সর্ব অবস্থায় সিরিজঞ-সুচ ব্যবহারে সতর্কতা থাকতে হবে। এসময় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল ১০ টায় সিভিল সার্জন অফিস থেকে বিশ্ব এইডস দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডাঃ তৃতাথ ঘোষ, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন