সব মহলেই প্রশংসা অর্জন করে চলেছেন এসপি সজীব খান

দ্বারা zime
০ মন্তব্য 808 দর্শন

 

সাতক্ষীরা জেলার সফল অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসাবে পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মো: সজীব খান তার কর্মদক্ষতা ও হাসিমুখে মানুষ কে সেবা দিয়ে ব্যাপক ভাবে প্রশংসা অর্জন করে চলেছেন।জেলায় যোগদান করার পরে অনেকে বলাবলি করতো সাতক্ষীরার আলফা টু বেশি দিন টেকে না, ঘনঘন বদলি হয়ে যায়।কিন্তু সজীব খান সে সব লোকের ভ্রান্ত ধারনা কে জয় করে তার কর্মদক্ষতা, সততা ও দক্ষতা দিয়ে জেলার সকল শ্রেনী পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।যে সমস্ত অসহায় ও নিরিহ লোক থানায় গিয়ে কাঙ্খিত সেবা পান না। সেই সব লোক সজীব খানের অফিসে গিয়ে অভিযোগ করে জানালে সজীব খান সংশ্লিষ্ট থানার ওসি দের ফোন করে সেসব লোকের সমস্যা সমাধান করে দেন।

জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর দিক নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের সেকেন্ড ম্যান হিসাবে সজীব খান সাতক্ষীরা জেলার সকল সার্কেল ও আট থানার অফিসার ইনচার্জ দের পরিচালনা করতেন খুব দক্ষতার সহিত।

সব চাইতে আশ্চর্য জনক ঘটনা হলো সজীব খান কনস্টেবল বদলি করেন লটারীর মাধ্যমে। যার ফলে শতভাগ স্বচ্ছতা র সহিত সজীব খান কনস্টেবলের বিভিন্ন থানা ও ফাড়িতে পদায়িত করতেন।

মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাই এসপি সজীব খানের সব চাইতে বড় গুন। ধনী-দরিদ্র সকল শ্রেনীপেশা মানুষের সাথে সজীব খান হাসি মুখে কথা বলতেন।যার কারনে সাতক্ষীরার সাংবাদিক সমাজ তাকে মিডিয়া বান্ধব এসপি বলে সম্মোধন করতেন।এছাড়া জেলায় বড় বড় অপরাধ দমনে তিনি নেতৃত্ব দিয়ে সফলতার সহিত প্রত্যেকটি অপরাধে জড়িত আসামীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি  পেয়েছেন চলতি বছরের ০৭ নভে্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে।মঙ্গলবার ৭ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রঞ্জাপনে ১৫০ জন অতিরিক্ত পুলিশ সুপার কে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে প্রঞ্জাপন জারি করে।

বিসিএস পুলিশ ক্যাডার ২৮ তম ব্যাচের মোঃ সজীব খান যশোর জেলার কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী বড়েঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।তিনি সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে প্রথম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি (বিজ্ঞান বিভাগ) ও ২০০০ সালে ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে প্রথম বিভাগে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাস করেন। পরে তিনি ২০০৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে অনার্সে প্রথম শ্রেনী প্রাপ্ত হন ও ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুলিশ সাইন্স বিষয়ে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হন।২৮ তম বিসিএস এর মাধ্যমে তিনি ২০১০ সালের ১ লা ডিসেম্বর সহকারী পুলিশ হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এক বছর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ কালে ১৮৫ জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার মধ্যে তিনি সকল বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে ৯ম স্থান অধিকার পূর্বক তৎকালীন আইজিপি  হাসান মাহামুদ খন্দকার পিপিএম,বিপিএম এর নিকট থেকে সন্মাননা স্মারক ও সনদ পত্র লাভ করেন।

এক বছর পুলিশ একাডেমী সারদাতে প্রশিক্ষণ শেষে পিরোজপুর জেলা পুলিশে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
বর্ণাঢ্য চাকুরী জীবনে মোঃ সজীব খান ২০১২ সালে সহকারী পুলিশ সুপার পদে নবগঠিত  এসপিবিএন এ যোগদান করেন। নবগঠিত এসপিবিএন এর জন্য প্রস্তাবিত ইউনিফর্মটি পরিধানের জন্য তিনি মনোনিত হন যেটি অত্যন্ত গৌরবের।
২০১৩ সালের জানুয়ারি মাসে  সহকারী পুলিশ সুপার (সদর) হিসাবে তিনি খুলনা জেলা পুলিশে যোগদান করেন।অতপর একই বছর  তিনি বাংলাদেশ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার (বিপিএটিসি) তে ৫৪ তম বুনিয়াদী প্রশিক্ষণে অংশ গ্রহণ পূর্বক ১৬ টি ক্যাডারের ১৭৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২য় স্থান অধিকারের দূর্লভ গৌরব অর্জন করেন এবং পুরুস্কার স্বরুপ তিনি শ্রীলংকার রাজধানী কলম্বোতে অবস্থিত SLIDA তে দুই সপ্তাহের প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন । অতঃপর তিনি সহকারী পুলিশ কমিশনার হিসাবে কেএমপি খুলনাতে সুনাম ও দক্ষতার সহিত চাকুরী করেছেন। এর ই ধারাবাহিতায় তিনি ২০১৫ সালে ইন্ডিয়ার গুজরাটে অবস্থিত ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি তে দুই সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণে অ্ংশ গ্রহণ করেন। তিনি ২০১৬ সালে সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসাবে খুলনা রেঞ্জ অফিসে  যোগদান করেন এবং এবং একই বছর নভেম্বর মাসে  এডিশনাল এসপি পদে পদোন্নতি পান।


পরে  সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে খুলনা জেলার বি সার্কেলে দীর্ঘ  ৪ বছর সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। পরে তিনি কুমিল্লা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হিসাবে দায়িত্ব পালনের পর ২০২১ সালের ৪ এপ্রিল তিনি সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  ও (প্রশাসন ও অর্থ) হিসাবে সুনাম ও দক্ষতার সহিত দীর্ঘ দুই বছর দশ মাস চাকুরীরত আছেন।

এসপি সজীব খান ভাল কাজের স্বীকৃতি স্বরুপ আইজিপির “শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২” লাভ করার গৌরব অর্জন করেছেন।বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন পিপিএম-বার, বিপিএম বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে পুলিশ হেড কোয়াটার্সের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে সজীব খানের হাতে এ পুরস্কার তুলে দেন।

সর্বোপরি বলা যায় এসপি সজীব খান সর্বগুণে গুণান্বিত একজন পুলিশ অফিসার।তার মেধা,দক্ষতা ও ন্যায় নিষ্ঠার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম তাকে খুব স্নেহ করেন ও ভালোবাসেন। এছাড়া তার অধিনস্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার গণ এক কথায় ফোর্স এসপি সজীব খান কে তাদের হৃদয় থেকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন।সবমিলিয়ে পুলিশ সুপার হিসাবে সজীব খান এখন দেশের যেকোন জেলা চালানোর যোগ্যতা রাখেন।

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। মানবিক ও জনবান্ধব দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত মোঃ সজীব খান প্রতিনিয়ত সাতক্ষীরা জেলার সার্বিক আইন-শৃংখলা নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন