বিজয় দিবসে সাতক্ষীরার জেলা প্রশাসকের শুভেচ্ছা

দ্বারা zime
০ মন্তব্য 144 দর্শন

 

বিজয় দিবসে জেলা প্রশাসকের শুভেচ্ছা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে সাতক্ষীরা জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। তাঁরই আহবানে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে চুড়ান্ত বিজয় অর্জিত হয়। তাই বিনম্র চিত্তে পরম শ্রদ্ধায় স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অপরিসীম ত্যাগ ও আপোসহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। গভীর শ্রদ্ধায় স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লক্ষ বীর শহীদ এবং দুই লক্ষ মা-বোন, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের এই মহান দিনে আমি শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যসহ সর্বসস্তরের জনগণকে, যাঁরা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন। জাতি তাঁদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে।

জয় বাংলা
বাংলাদেশ চিরজীবী হোক

মোহাম্মদ হুমায়ুন কবির, বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সাতক্ষীরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন