বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা জানালেন নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী

দ্বারা zime
০ মন্তব্য 216 দর্শন

 

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।আজ ১৬ ডিসেম্বর /২৩ খ্রিষ্টাব্দ তারিখ পূর্বাহ্নে তিনি সাতক্ষীরার সদ্য সাবেক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় সদ্য সাবেক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী  বিসিএস  পুলিশ ক্যাডারের  ২৭ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সালের ১৫ মার্চ এডমিন এন্ড পার্সোনাল অফিসার হিসেবে সুদানে জাতিসংঘ মিশনে এক বছরের জন্য নিযুক্ত হন। সেখান থেকে ফিরে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলী হন।
২০২১ সালের ২মে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। একই বছরের ১৬ মে র‌্যাবের উপ-পরিচালক হিসেবে যোগ দেন। কিন্তু জনবল কাঠামো অনুযায়ী বেতন-ভাতার সুবিধার্থে একই বছর ২৫ জুলাই র‌্যাব থেকে পুনরায় পুলিশে সংযুক্ত হন। পরবর্তীতে ২০২২ সালের ২৯ আগস্ট টুরিস্ট পুলিশ রাজশাহীতে বদলী করা হয়। গত ৯ জানুয়ারি ২০২৩ মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে এসবি, ঢাকায় বদলী করা হয় এবং সর্বশেষ তিনি এসবি, ঢাকায় কর্মরত ছিলেন।

সাতক্ষীরায় যোগদানের পরপরই নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি তে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন কালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, অতিরিক্ত (পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ আতিকুর রহমান, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেধা আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, দেওয়াটা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এস এম জামিল আহমে, তালা সার্কেল সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, তালা থানার ওসি মমিনুল ইসলাম, সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, বিশেষ টাকা পরিদর্শক  ইয়াসিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার, পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ, শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ, কালিগঞ্জ থানার ওসি শাহীন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রাসংঙ্গত :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে গত ১০ ডিসেম্বর সাতক্ষীরার পুলিশ সুপারসহ ৫জন পুলিশ সুপার ও দু’জন পুলিশ কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ প্রদান করে নির্বাচন কমিশন। উক্ত নির্দেশ বাস্তবায়নে ১১ ডিসেম্বর ৪জন ডিআইজি ও ১০জন পুলিশ সুপারের বদলীতে সম্মতি জানায় নির্বাচন কমিশন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন