নতুন প্রজন্মের মধ্যে জাতীয় পতাকা হস্তান্তরের মাধ্যমে সাতক্ষীরায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি, পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
দিবসটি পালন উপলক্ষে কুচকাওয়াজ ও মার্চপাস্ট প্রদর্শন করে পুলিশ ও আনসার বাহিনী সহ স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এর আগে শহরের খুলনা মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা।
একই দিন সন্ধা ৭.৩০ মিনিটে শিল্পকলা একাডেমী তে জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার কে সংবর্ধনা প্রদান করা হয়।
কুচকাওয়াজ ও মার্চপাস্ট প্রদর্শন কালে স্টেডিয়াম মাঠে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম,বিজিবির সিও,এনএসআইর জয়েন্ট ডাইরেক্টর,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: আমিনুল ইসলাম,অতিরিক্ত রিক্ত জেলা প্রশাসক গণ,সদর উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক বৃন্দ।