যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

দ্বারা zime
০ মন্তব্য 220 দর্শন

 

গাজীপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, গাজীপুর প্রেসক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করেছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে আয়োজিত র্কমসূচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, স্বাধীনতা  স্মৃতি স্তম্ভে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বিজয় র‌্যালি, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, শিক্ষক ও শিকক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে কোচকাওয়াজ এবং  বিভিন্ন খেলাধূলা  প্রদর্শনসহ বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোকসজ্জ্বা।

এদিকে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের র্কমসূচির সূচনা করনে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ও গাজীপুরের জেলা পুলিশ  সুপার কাজী শফিকুল আলম এবং মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন- গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান সড়ক হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও কোচকাওয়াজ অনুষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে দিনে পরবর্তী কর্মসূচি পালন করা হয়।

এদিকে একই নিয়মে মেট্রোপলিটন পুলিশ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ও অন্যান্য প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন