সাংবাদিক দের সাথে মতবিনিময় কালে যা বল্লেন নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী

দ্বারা zime
০ মন্তব্য 315 দর্শন

 

 আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই। আমাকে একটা নিদিষ্ঠ লক্ষ্য পূরণের জন্য এখানে পাঠানো হয়েছে। আমাকে কাজ করার সুযোগ দিন। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল রুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।


বিসিএস ২৭ব্যাচের এই কর্মকর্তা গত ১৫ডিসেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বলেন, এই দেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে। সংস্কৃতি মনা মানুষ-মুক্ত মনের মানুষ কখনো অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করতে পারে না। সবাই তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। ২০১৩ সালে ঘটে যাওয়া সাতক্ষীরার রাজনৈতিক সহিংসতার কথা তুলে ধরে কয়েকজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সামনের দিকে এগুতে হবে। অতীতে যা ঘটেছে বা যারা ঘটিয়েছে তারা যে একই অবস্থানে রয়েছে তা নয়। তারাও পাল্টাতে পারে। তাদেরকে সে সুযোগ দিতে হবে।
সাংবাদিকদের সাথে তার পূর্ববর্তী কর্মস্থলে সমধুর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ধানের মধ্যে যেমন কিছু চিটা থাকে, ঠিক তেমন সাংবাদিকদের মধ্যে-পুলিশের মধ্যেও কিছু এদিক সেদিক থাকবেই। সেটাকে মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
এসপি মতিউর তার নিজের সম্পর্কে বলেন, আমরা একটা সমাজ থেকে এসেছি, কারো ভাই-কারো বন্ধু, কারো স্বজন-আমরা এই সমাজের বাইরেই কেউ নই। আমি যে পরিবারে বড় হয়েছি, যে সমাজে বড় হয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে বড় হয়েছি-সেখানকার যে শিক্ষা-দিক্ষা-আদব আচারণ এগুলা আমি শিখে যখন পুলিশে যোগদান করেছি পুলিশ তখন আমাকে মাত্র এক বছরের একটা ট্রেনিং দিয়েছে। সেটা হলো পেশাদারী ট্রেনিং। এতে আমার মন মানষিকতা ধ্যান ধারণা এগুলা পারিবারিকভাবে যেটা পেয়েছি তার থেকে খুব বেশি পরিবর্তন হয়না।


নবাগত পুলিশ সুপার আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা পুলিশ বদ্ধপরিকর। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।


সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাক্সিক্ষত জনবান্ধব, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা গড়ে তুলতে পুলিশ বাহিনী কাজ করবে। এ সময় তিনি জেলার আইন-শৃঙ্খলা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্র্যয় ব্যক্ত করেন।


মতবিনিময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মো: সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ  সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন