যশোরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সিইসি প্রধানের মতবিনিময় সভা

দ্বারা zime
০ মন্তব্য 162 দর্শন

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে  সিইসি প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত  ২২ ডিসেস্বর ২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ঘটিকায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসন যশোরের ব্যবস্থাপনায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।এসময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন, স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে সকল প্রকার অনিয়ম, কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত করতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খুলনা  মোঃ হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের  ডিআইজি মঈনুল হক,যশোরের ডিসি মোহাম্মদ আবরাউল হোসেন মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার সহ গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ি জেলার জেলা প্রশাসক গণ , পুলিশ সুপার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন