দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু হাজারও মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে আশরাফুজ্জামান আশু শহরের মাষ্টারপাড়া নির্বাচনী অফিসে এসে পৌঁছালে তাকে অভিনন্দন জানাতে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে। এ সময় নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
আশরাফুজ্জামান আশুকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের একদল চিকিৎসক। শুভেচ্ছা জানানো কালে নবনির্বাচিত সংসদ সদস্য আশুকে ‘স্যার’ বলে সম্মোধন করেন চিকিৎসকরা।
এসময় সদর আসনের নবনির্বাচিত এমপি আশরাফুজ্জামান আশু বলেন, আমি জণগণের একজন সেবক সুতরাং Please don’t call me sir: আমাকে ভাই অথবা চাচা বলে ডাকলেই আমি বেশি খুশি হবো। তিনি বলেন, সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সাতক্ষীরা সদর এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গিত করবো।শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. ফয়সাল আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ান্ত সরকারসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা কর্মচারী এবং নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
পরের দিন সকালে নবনির্বাচিত এমপি সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের বাড়িতে যান শুভেচ্ছা বিনিময় করতে। সেখানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম নবনির্বাচিত এমপি আশরাফুজ্জামান আশু কে মিষ্টি খাইয়ে দেন। সেখানে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়।এসময় সেখানে জেলা আ’লীগের বিভিন্ন পদমর্যাদার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।