শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল সহ সহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম আসাদুর রহমান খোকন।সে কালীগঞ্জ উপজেলার মৃত মজিদ আলীর ছেলে।ডিবি পুলিশ জানায়,জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই দেব কুমার দাস, এএসআই বিএম তৌহিদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কালিগঞ্জ থানাধীন ভাড়াশিমলা সাকিনস্থ ভাড়াশিমলা টু খামারপাড়া গামী কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫৫ বোতল পেন্সিল সহ ওই যুবককে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলার অজু করেছে। যার মামলা নং-০৪,তারিখ- ০৯/০১/২০২৪ ইং।ওসিডিবি আরো জানান আটকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।