দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত হবে।
শপথ নেওয়ার জন্য মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে তাঁর বড় পুত্র কবিরুজ্জামান রুবেল জানান, বুধবার ঢাকায় জাতীয় সংসদে অনুষ্ঠিত শপথ গ্রহণের উদ্দেশ্যে তার বাবা (সাতক্ষীরা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু) মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
-প্রেস বিঞ্জপ্তি।